আবার ‌‘ঝুমা বৌদি’র নাচ ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: উমা থেকে ঝুমা। উমা ছিলেন স্বস্তিকা, আর ঝুমা মোনালিসা। তবে উমার থেকে যেন ঝুমা একেবারে এক কাঠি ওপরে। শুধু ওয়েব সিরিজেই নয়, নিজের উষ্ণতাকে খবরে ধরে রাখতে, নিয়মিত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছেন। আর তা দেখেই ঠাকুরপো-রা একেবারে হইচই মাতিয়ে দিয়েছেন। তা এবার ঝুমা বৌদি নতুন কী করলেন?

এবার মঞ্চে আগুন ধরিয়ে দিলেন মোনালিসা। গোলাপি রঙের লেহঙ্গা পরে মোনালিসা যখন মঞ্চে হাজির, তখন তার ঠুমকায় দর্শকদের মন ভলিবলের মতো লাফাচ্ছে।

https://www.instagram.com/p/B4SR9XyldpP/

‘নাচ বলিয়ে-৯’র সেটে স্বামী বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে ‘টিঙ্কু জিয়ার’ তালে নাচলেন মোনালিসা। নিজেই সেই ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে! আর পোস্ট হতেই মুহূর্তেই ভাইরাল। লাস্যে মাতোয়ারা মোনালিসার ‘দিওয়ানা’ কোটি কোটি ফ্যান!

পিবিএ/বিএইচ

https://www.instagram.com/p/B2BLH0nlvG8/

আরও পড়ুন...