রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদের স্বাক্ষরিত এক আদেশ/বিবৃতি থেকে এই তথ্য জানা যায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আপনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গত ১৯ নভেম্বর ২০২৪ তারিখে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেপ্তার হওয়ায় সরকারি চাকরি আইন মোতাবেক আপনাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
এতে আরো উল্লেখ করা হয়, বরখাস্তকালীন আপনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা (Subsistence Allowance) প্রাপ্য হবেন।