গাজীপুর সিটির সালনা-মাড়িয়ালী সড়ক নির্মাণ

‘আমগোর দীর্ঘদিনের দাবি পুরন অইলো’


গাজীপুর প্রতিনিধি : ‘আমগোর দীর্ঘ দিনের দাবি পুরন অইলো। জন্মের পর থিকাই দেইখা আইছি বর্ষাকালে বৃষ্টি অইলেই ক্যাদার জ্বালায় রাস্তা দিয়া আটন যায় না। ঢালাই রাস্তা পাইয়া হেই কষ্ট গেলো। আমগো লিগা ভাল করছে। আল্লায় মেয়ররে ভাল রাখুক।’ এসব কথা বলছিলেন সালনা এলাকার বাসিন্দা মোঃ রহিম উদ্দিন।

সালনা বাজার থেকে জাঙ্গালীয়া-ইমন ফ্যাশন হয়ে মাড়িয়ালী সংযোগ সড়কের ঢালাই কাজ চলমান রয়েছে।

সালনা এলাকারই আর এক বাসিন্দা মহানগর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম পিবিএ-কে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুরের প্রতিটি সড়কই টেকসইভাবে নির্মাণ করছেন। তারই ধারাবাহিকতায় সিটি কর্পোরেশনের ১৯ ও ২৬ নং ওয়ার্ডে প্রায় ৪ কিলোমিটার সড়কটি নির্মাণ হওয়ায় এলাকাবাসির দীর্ঘদিনের দাবি পুরন হলো। একইসাথে সড়কের দুইপাশে আরসিসি ঢালাই দিয়ে ড্রেনও নির্মাণ করার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এতে এলাকার জলাবদ্ধতার সমস্যাও দুর হবে।


সিটি কর্পোরেশনের ৫ নম্বর জোনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ১৫১০ ডিপিপি প্রকল্পের আওতায় সড়কটি নির্মাণ হচ্ছে। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ সড়কটি আরসিসি ঢালাই দিয়ে নির্মাণ করা হয়েছে। একইসাথে সড়কের দু’পাশের আরসিসি ঢালাই ড্রেনও নির্মান প্রক্রিয়া চলছে। সড়কটি প্রস্থে ড্রেনসহ ৪০ ফুট। রাস্তাটি নির্মাণে প্রায় ২৯ কোটি ৩০ লাখ টাকা ব্যায় হবে।

৫ নম্বর জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ হাসিবুল ইসলাম মুঠোফোনে পিবিএ-কে বলেন, মাননীয় মেয়র জাহাঙ্গীর আলম নিজে এসে কাজের মান পর্যবেক্ষণ করেন। তিনি সব সময় নির্দেশ দেন-‘কোয়ালিটির ক্ষেত্রে কোন ছাড় নেই।’ মেয়র মহোদয়ের নির্দেশে প্রতিটি রাস্তার কাজ সেভাবেই চলছে। একইভাবে জনসাধারণের সুবিধার কথা ভেবে রাস্তা প্রশস্ত করনের ক্ষেত্রে মেয়র মহোদয় নিরলশ কাজ করছেন।

পিবিএ/মোহাম্মদ আলম

আরও পড়ুন...