দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে জানিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার- উজ-জামান বলেছেন,সবাই নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন। সারা বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, সবাই যার যার ধর্ম সেই সেই পালন করবে। সেজন্য যা কিছু করতে হয় তা আমরা করবো। আমরা মাঠে আছি। আপনারা নির্ভয়ে পূজা মণ্ডপে যাবেন, পূজা করবেন।
তিনি বলেন, আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই, সারা বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, আমি বিশেষভাবে বলে দিয়েছি।
এ সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাপতিসহ সনাতন ধর্মাবলম্বীদের নেতারা উপস্থিত ছিলেন।