আমরা ১০ বছর ধরে পরীক্ষা দিচ্ছি: ইনু

পিবিএ,ঢাকা: সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সংবাদ মাধ্যম সমাজের দর্পণ। তাকে সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতির বিরুদ্ধে কথা বলতে হবে। কেউই নিরপেক্ষ নয়, যার যার দল আছে। নিজস্ব মত আছে। তবে নীতির বাইরে যাওয়া কখনো উচিত নয়।

শুক্রবার বিকেলে রাজধানীতে একটি অনলাইন পোর্টালের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সভাপতি জি এম কাদের, সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, ব্যারিস্টার তুরিন আফরোজ, সম্মিলিত সাষ্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সারা বাংলা ডটনেটের সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যমকে আমরা সমাজের দর্পণ হিসাবে মনে করি। সমাজে কি ঘটছে এবং কি ঘটছে না তা গণমাধ্যমের মাধ্যমে একটা চিত্র দেখতে পায়। যা দেখে একটা সমাজকে মূল্যায়ন করা যায়। কিন্তু দর্পণটা যদি কোনো কারণে অস্বচ্ছ হয় তাহলে ছবির মানটা ভালো আসবে না। সমাজে কি ঘটছে তা সঠিকভাবে দেখতে পাবো না।

পিবিএ/ ইকে

আরও পড়ুন...