আমাকে কুমুদিনিতে ভর্তি করতে চেয়ে ছিলেন বাবা : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পিবিএ, টাঙ্গাইল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি ৫৬-৫৭ সালের দিকে মির্জাপুরের এই কুমুদিনী কমপ্লেক্সে এসেছিলাম। বাবা-মা ও পরিবারের সবাই তখন কুমুদিনীর শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল ঘুরে দেখেছি। তখন এখানকার পরিবেশ দেখে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে এখানে ভর্তি করাতে চেয়েছিলেন।

বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমসে আয়োজিত কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট এর দানবীর রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুরনো স্মৃতির কথা উল্লেখ করে আবেগআপ্লুত হয়ে এ সবকথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমার মা হোস্টেলে থেকে পড়াশুনা করাটা পছন্দ না করায় আমার আর এখানে ভর্তি হওয়া সম্ভব হয়নি। আর ৫৮ সালের মার্শাল ল জারির সময় বাবাকে গ্রেফতারের পরে বাবাকে জেলে নিয়ে যায়। আমাদের শিক্ষাজীবনেও ঝড় নেমে আসে। আমাদের পড়াশুনা এমনিতেই বন্ধ। কাজেই আর এখানে আসা হয়নি।

ট্রাস্টের পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুসুদ্দী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনাসহ মন্ত্রী পরিষদ সদস্য ও স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
পিবিএ/টিএ/জেডআই

আরও পড়ুন...