আমাদের ভাল চিত্রনাট্যের অভাব রয়েছে : স্বাগতা

swagata

পিবিএ ডেস্ক : মডেল অভিনেত্রী জিনাত শানু স্বাগতা’র মিডিয়ায় পথচলা শুরু ২০০৫ সালে। যদি আশির দশকেই শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি। ২০০৫ সালে ‘ইউ গট দ্যা লুক’ খেতাব জয় করেন তিনি। নিপুন অভিনয় দক্ষতার কারণে এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক কাজ করে চলেছেন তিনি। বার্তাসংস্থা পিবিএ-এর পক্ষ থেকে তার সঙ্গে কথা বলেছেন জিয়াউল জিয়া

 

প্রশ্ন : আপনার বর্তমান ব্যস্ততা কি নিয়ে?

স্বাগতা : নাটকের কাজ করছি। পাশাপাশি এ বছরই একটি চলচ্চিত্রের কাজ শেষ করলাম। কিন্তু সেটার নাম বা সে সম্পর্কে এখনই কিছু বলতে চাচ্ছি না। সব কাজ শেষ হলে একবারে সবাইকে জানাতে চাই। গান নিয়েও কিছুটা সময় কাটছে। ব্যস্ততা এসব নিয়েই।

প্রশ্ন : আপনি ফিল্মে অনেকটা সময় কাজ করেছেন। এখন টেকনিক্যাল সাইডে চেঞ্জ এসেছে। এ বিষয়ে ভাল-মন্দ দিক সম্পর্কে বলুন-

স্বাগতা : এখন যদিও ডিজিটাল ফরম্যাটে কাজ হচ্ছে, কিন্তু আমার পছন্দ থার্টি ফাইভ। ওটার ক্যানভাসের সঙ্গে অন্যকিছুর তুলনা হয় না। অঅমি সিক্সটিন মিলিমিটারেও কাজ করেছি। সে সময় টেকনিক্যাল স্ক্রিপ্ট করা থাকতো। খুব কম শটে ভাল কিছু বের করা হতো। কারণ, ফিল্মের দাম তো ম্যাটার করতো। এখন যেহেতু সেসব রেস্ট্রিকশন নেই, তাই সেটে গিয়ে অনেকে শট ডিভিশনের কাজ করেন। আর একটা পর একটা টেক নিতেই থাকেন। এটা খুবই বিরক্তিকর।

প্রশ্ন : বিজ্ঞাপনচিত্রে মডেলদের সম্মানী কি সন্তোষজনক বলে মনে করেন?

স্বাগতা : সন্তোষজনক নয়। নতুন মুখ দেখেই হয়তো এ রকম সম্মানী দেওয়া হয়। তবে, বিজ্ঞাপনচিত্রে কাজ করার ক্ষেত্রে এখন তো রেস্ট্রিকশন অনেক কমেছে। আগে যেমন কিছু বিধি-নিষেধ ছিল যে, এই প্রোডাক্টের কাজ করলে ওই প্রোডাক্টের কাজ করতে পারবে না- এখন এসব নেই। তাই একজন মডেল অনেক কাজ করতে পারছে। তাই গড় হিসেব করলে আবার ঠিকই আছে।

প্রশ্ন : বিজ্ঞাপনচিত্রে নতুন কি কাজ করলেন?

স্বাগতা : আমি ৪ টা এভির কাজ করলাম ‘অলটাইম’-এর। আরও অনেক কাজের বিষয়ে কথা চলছে। আলাপ চূড়ান্ত হলে জানাবো।

প্রশ্ন : এখন প্রচুর কাজ হচ্ছে। সেক্ষেত্রে আমাদের ঘাটতি কোথায়?

স্বাগতা : টেকনিক্যাল সাইডে কোন ঘাটতি নেই বলেই মনে করি। কিন্তু ভাল চিত্রনাট্যের যথেষ্ট অভাব রয়েছে। এর কারণ হিসেবে বলবো, স্বাধীনতার পর আমাদের দেশে সেভাবে লেখক তৈরী হয়নি। তাই এই সংকট। এছাড়া সবদিকে আমরা স্বযংসম্পূর্ণ।

প্রশ্ন : অনলাইন কনটেন্টের চাপে নাকি সিঙ্গেল নাটক হারিয়ে যাবে ?

স্বাগতা : ক্রিকেট খেলা টেস্ট থেকে ৫০ ওভারে নেমেছিল।এখন আবার টি-২০ যুগ। নাটকের ব্যাপ্তি কমলে দোষ কোথায়? কিন্তু ওই অল্প সময়ের মধ্যে যেন ভাল কিছু হয়।

প্রশ্ন : সাহিত্যের কোন চরিত্রে কাজ করার আগ্রহ রয়েছে আপনার ?

স্বাগতা : আমি ‘লাবন্য’, ‘পার্বতী’র চরিত্রে ইতিমধ্যেই কাজ করেছি। কিন্তু আমি কোন নির্দিষ্ট চরিত্রে কাজ করতে আগ্রহী নই বরং সব চরিত্রে কাজ করতে চাই। একজন অভিনেত্রী হিসেবে সাহিত্যের সব চরিত্র কাজ করার লোভ আমার রয়েছে। ওসব চরিত্রে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।

swagata2

 

প্রশ্ন : আপনার নতুন গান কবে পাবো ?

স্বাগতা : আমি দু’টো গান করবো এরই মধ্যে। একটা নজরুল সঙ্গীত। এটা আমার বাবাকে ডেডিকেট করে করবো। আরেকটা গানের কথা ও সুর রচনা করেছে আমার ছোট বোন সভ্যতা। সঙ্গীত পরিচালনা করবে আমার ভাই সন্ধি। তবে, কবে নাগাদ রিলিজ করতে পারবো সে বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ফাঁকে গান দু’টোর কাজ কমপ্লিট করতে হবে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...