পিবিএ, ঢাকা : লাইসেন্স করা অস্ত্রসহ বিএনপির এক সমর্থককে আটক করেছে পুলিশ। আটককৃত আরিফুল ইসলামকে বেশ কিছু গণমাধ্যম ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী হিসেবে প্রচার করছে। প্রকৃতপক্ষে আরিফ ইশরাকের নির্বাচনী কাজের সঙ্গে জড়িত ছিলো কিন্তু সহকারী নয় । মুঠোফোনে ঢাকা দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী এমনি দাবি করেছেন।
বুধবার রাত একটার দিকে এ বিষয়ে জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, আমার কোনো ব্যক্তিগত সহকারী নেই, অতীতেও ছিল না এখনও নেই। আমি এখনো এমন কিছু হয়ে যায়নি আমার সহকারি প্রয়োজন হবে। নির্বাচন উপলক্ষে অনেকেই এসেছেন, সাথে থেকেছেন। বিএনপিকে ভালোবেসে কাজ করেছেন। তার মধ্যে আরিফও একজন।
তিনি আমার নির্বাচনী কাজের সঙ্গে জড়িত ছিলেন কিন্তু আমার সহকারী নয়। যারা এটি প্রচার করছেন ভুল তথ্য জাতিকে দিচ্ছেন। জানা গেছে, গত রোববার রাজধানীর টিকাটুলীর অভয় দাস লেনে নির্বাচনী প্রচারের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলি ছোড়ার অভিযোগে আরিফুল ইসলাম নামের একজনকে আটক করে পুলিশ।
বুধবার রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের ঊর্ধ্বতন একটি সূত্র। এসময় আরিফুলের সঙ্গে লাইসেন্স করা একটি অস্ত্র পাওয়া গেছে যা ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর অস্ত্রটির লাইসেন্স করেন তিনি।
এ বিষয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে তথ্য পেতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পিবিএ/ জিসাদ/জেডআই