আমার প্রত্যেকটি গানের জন্য একই রকম ভালোবাসা : পড়শী

পিবিএ,বিনোদন : ‘গানের মানুষ সাধারণত গান নিয়েই ব্যস্ত থাকবে। কোন শিল্পী যখন গান শিখে তখন অন্যের গান দিয়েই শিখতে হয়। সে সময় নিজের কোনো মৌলিক গান থাকে না। আর আমাদের দেশে একজন প্রতিষ্ঠিত সংগীত শিল্পী আরেকজন প্রতিষ্ঠিত শিল্পীর গান তেমন গায় না। পাশের দেশে এই চর্চাটা দীর্ঘ দিন ধরেই হয়ে আসছে। কিন্তু আমাদের দেশে সেটা খুব একটা দেখা যায় না। মূলত সে বিষয়টি মাথায় রেখেই আমি হৃদয় ভাইয়ার (হৃদয় খান) লক্ষ্ণীসোনা গানটি কভার করেছি।’ কথা গুলো বলছিলেন এই প্রজন্মের ব্যস্ততম সংগীত শিল্পী সাবরিনা পড়শী।

গত সপ্তাহে প্রকাশ পেয়েছে তার কাভার গান ‘লক্ষ্ণীসোনা’। মুহম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবির এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন হৃদয় খান। সেই গানটিই নিজের কণ্ঠে কাভার করেছেন পড়শী। গানটি প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছেন তিনি। অন্য একজন সংগীত শিল্পীর গান কাভার গান করা প্রসঙ্গেই গানটি নিয়ে মন্তব্য করেন তিনি।

সামনে আসছে ঈদ। এরইমধ্যে অডিও কোম্পানি ও শিল্পীরা তাদের ঈদের প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছেন আবার অনেকে শেষও করে ফেলেছেন। ঈদে নতুন গান সম্পর্কে পড়শী বার্তা সংস্থা পিবিএ’কে বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে এবার ঈদে পাঁচটি গান নিয়ে হাজির হব। এর মধ্যে দুটি গানের মিউজিক ভিডিও সম্পন্ন হয়েছে। এখন এডিটিংয়ের কাজ চলছে। পরিকল্পনা রয়েছে গানগুলো ঈদের আগে ও ঈদের পরে প্রকাশ করার। এর মধ্যে জুয়েল মুর্শেদের মিউজিকে ‘জাদু’ ও ইমরান মাহমুদুলের সঙ্গে ‘আব্বাস’ শিরোনামে একটি ডুয়েট রয়েছে। এছাড়াও রয়েছে আরও তিনটি গান। বাকি তিনটি গানের মধ্যে একটি আমার লেখা।

তিনি আরও বলেন, আমি একসঙ্গে অনেকগুলো গান প্রকাশ করি না। একটা গান প্রকাশ করার পর কিছুটা সময় দিতে হয়। তাই অনেকদিন পরপরই আমার গান আসে। আর নতুন গান সবসময় নতুনত্ব নিয়েই করতে চেষ্টা করি। আমার প্রত্যেকটি গানের জন্য একই রকম ভালোবাসা। যে গান নিজে বুঝি না সে গান গাইতেও পারি না। আগে গানের কথা বুঝি, ওটা নিজের মধ্যে ধারণ করি। তারপরে গান গাই। শুরুর দিকে গান প্রকাশের পর ভয় কাজ করত, এখন চিন্তা থাকে নামের সুবিচার করতে পারব কি না।

পিবিএ/এমএস

আরও পড়ুন...