আমার বন্ধু জাদু জানত : পেলে

gordon

পিবিএ ডেস্ক : ঊনপঞ্চাশ বছর আগে মেক্সিকো বিশ্বকাপে তার অবিশ্বাস্য গোল রক্ষার ঘটনা এখনও ভুলতে পারেননি ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার পেলে। গতকাল মঙ্গলবার ইংল্যান্ডের কিংবদন্তী গোলকিপার গর্ডন ব্যাংকসের মৃত্যুর পরে সেই প্রসঙ্গ ফিরে এল ‘বন্ধু’ পেলের মুখে। ৭৬ বছরের ফুটবল সম্রাট জানিয়েছেন, ১৯৭০ সালের বিশ্বকাপে যেভাবে ব্যাংকস গোল বাঁচিয়েছিলেন, তা দেখে তিনিও আনন্দিত হয়েছিলেন। পেলে বলেছেন, ‘ওই ঘটনার পরে ব্যাংকসের সঙ্গে আমার বন্ধুত্বের সূত্রপাত। যা আমার কাছে এখনও অমূল্য সম্পদ হিসেবে রয়ে গিয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘যখনই দেখা হত, মনে হত আমরা কখনও বিচ্ছিন্ন হইনি।’

সোশ্যাল মিডিয়ায় ব্যাংকসের প্রতি শ্রদ্ধা জানিয়ে পেলে বলেছেন, ‘আজ আমার হৃদয় ভারাক্রান্ত। বন্ধু তুমি শান্তিতে থাকো। আর একটা কথা আবারও বলব। আমার বন্ধু ছিল সেই গোলকিপার, যার হাতে জাদু ছিল। তার উপরেও আরও একটা ব্যাপার ছিল। তুমি ছিলে সুন্দর এক মানুষ।’

মেক্সিকো বিশ্বকাপের সেই গোল বাঁচানোর প্রসঙ্গ টেনে পেলে বলেছেন, ‘অধিকাংশ মানুষের স্মৃতিতে ব্যাংকস অমর হয়ে রয়েছে ১৯৭০ সালের সেই অবিশ্বাস্য গোল বাঁচানোর জন্য। সত্যি বলতে, তারপরে হাজার ম্যাচ দেখার পরেও আমার চোখে সেটাই ছিল অন্যতম সেরা সেভ।’ সেখানেই না থেমে পেলে আরও বলেছেন, ‘ফুটবলার হিসেবে কত অসাধারণ খেলতে, সেটা সম্ভবত তুমিও জানতে। আমি কিন্তু ওই ম্যাচে ঠিক জায়গাতেই হেড করেছিলাম এবং গোল হয়ে গিয়েছে ধরে নিয়ে উৎসব করতে যাচ্ছিলাম।’ কিন্তু সেই উৎসব রয়ে গিয়েছিল অপূর্ণ। পেলের কথায়, ‘ঠিক সেই সময়েই আমার চোখের সামনে এসে উপস্থিত হল ব্যাংকস নামে এক নীল বিদ্যুৎ। ও যে কোথা থেকে চলে এল, সেটা আমি বুঝতেও পারিনি। বিশ্বাসই হচ্ছিল না, আমার হেডটা ও বাঁচিয়ে দিল। এত দ্রুত গতিতে কেউ চলে আসতে পারে, তা ভাবতেই পারিনি।’

পেলে জানিয়েছেন, জীবনে হাজারের উপরে গোল করার পরেও লোকে বারবার তার কাছে জানতে চেয়েছেন ব্যাংকসের সেই অকল্পনীয় গোল বাঁচানোর কাহিনী। পেলে বলেছেন, ‘আমার সেই হেড বাঁচিয়েছিলে বলে তোমার জন্য আমিও আনন্দিত।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...