আমিরাতে করোনা আক্রান্ত বাংলাদেশি যুবকের আবেগময় স্ট্যাটাস

পিবিএ ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ফেসবুকে আবেগময় একটি স্ট্যাটাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক বাংলাদেশি।

আক্রান্ত যুবকের নাম মো. ডিপলু (২৯)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার মৃত আবুল কালামের ছেলে। বর্তমানে তিনি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

তার স্ট্যাটাসটি হুবহু নিচে দেয়া হলো-

‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী। আজ আমি অনেক অসুস্থ, কোভিড- ১৯ আক্রান্ত। সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমাকে সুস্থ করে আপনাদের মাঝে আবার ফিরিয়ে আনেন। আমি বর্তমান দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছি। কারো সাথে যদি কোন খারাপ বিহেভ করে থাকি আমাকে ক্ষমা করবেন আর অবশ্যই আমাকে দোয়াতে স্মরণ রাখবেন।’

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...