আমিরাতে সরিয়ে নেয়া হচ্ছে পাকিস্তান সুপার লিগ!

‘পাকিস্তান সুপার লিগ’ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যেতে চাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। আইপিএল বন্ধ হওয়ার পর করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তারা। তাই গেল মার্চে বন্ধ হওয়া পিএসএল মধ্যপ্রাচ্যের দেশটিতে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান।

গেল বছর আইপিএল আয়োজন করা হয় আরব আমিরাতে। করোনা পরিস্থিতির মধ্যেও কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই শেষ হয় আসর। তাই পাকিস্তানও সে পথেই হাঁটছে।

আগামী ২৩ মে পিএসএলের ছয় দলের অংশ নেয়ার কথা। ফ্রাঞ্চাইজিগুলোও এ বিষয়ে সায় দিয়েছে। পাকিস্তানে করোনা সংক্রমণ তীব্র হওয়ায় গেল এক সপ্তাহে সাড়ে চার হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

২ জুন থেকে শুরু হতে যাওয়া পিএসএলের বাকি অংশ তাই পাকিস্তানে হতে দিতে চাইছে না ফ্রাঞ্চাইজিগুলো।

আরও পড়ুন...