‘আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য নই’

imran

পিবিএ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজের উপলব্ধির কথা জানাতে গিয়ে বলেছেন, ‘আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই।’ তাকে এই পুরস্কার দেওয়া উচিত বলে মতপোষণ করে একটি প্রস্তাব পেশ করেছে তার শীর্ষ মন্ত্রীরা।

গত সপ্তাহে সংসদে এই সংক্রান্ত প্রস্তাব পেশ করেছেন ইমরান খান সরকারের তথ্য মন্ত্রী ফওয়াদ চৌধুরী। প্রস্তাবে বলা হয়েছে, ইসলামাবাদ ও দিল্লির মধ্যে বেড়ে চলা উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন ইমরান খান। তুলে আনা হয়েছে ভারতীয় বিমানবাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার প্রসঙ্গও।

তবে সোমবার সকালে নিজের ৯০ লাখ ফলোয়ারের উদ্দেশে ইমরান টুইটে লেখেন, তিনি এই পুরস্কারের যোগ্য নন।। ইমরানের ভাষায়য়, ‘ যিনি কাশ্মীরিদের ইচ্ছে মেনে কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবেন এবং উপমহাদেশে উন্নয়ন ঘটাতে পারবেন, সেই ব্যক্তিই এই পুরস্কার পাওয়ার জন্য যোগ্য।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...