আরও এক লাশের পরিচয় সনাক্ত

aoar-hosen-monju-dead-PBA

পিবিএ,ঢাকা: চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আরও এক লাশের পরিচয় সনাক্ত করেছে স্বজনরা। সকালে নিহতের স্বজনরা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করেন।

তার নাম আনোয়ার হোসেন মঞ্জু (৪১)। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর গ্রামের মৃত আব্দুর রহিম ছেলে মঞ্জু। থাকতেন লালবাগ রয়েল হোটেল এর বিপরীত পাশে একটি বাসায়। চুড়িহাট্টা মসজিদ এর পাশে হায়দার মেডিকো নামের ফার্মেসির মালিক ছিলেন তিনি।

monju-dead-fire-PBA

নিহত মঞ্জুর চাচাতো ভাই জসিম উদ্দিন জানান, ঘটনার সময় ফার্মেসির ভিতরেই ছিলেন। তিনি সহ মোট ৪ জন। আগুন লাগার পর তিনি ফার্মেসী বন্ধ করে দেওয়ায় এর ভিতরেই মর্মান্তিক মৃত্যু হয় তার। এই দুইদিন কোনো ভাবেই তার লাশ শনাক্ত করতে পারছিলেন না স্বজনরা। সর্বশেষ আজ সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে গিয়ে মঞ্জুর পড়নের শার্ট ও টাউজারের কিছু অংশ দেখে লাশ শনাক্ত করেন তারা।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্সি আব্দুর লোকমান জানান, এখন পর্যন্ত ৪৭টি লাশের পরিচয় সনাক্ত করা গেছে। সোহরাওয়ার্দী মর্গে থেকে সর্বশেষ সনাক্ত হওয়া মঞ্জুর লাশ ঢাকা মেডিকেল মর্গ আনার ব্যবস্থা করা হচ্ছে। পরে এখান থেকে স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, এখন পর্যন্ত অসনাক্ত ১৯ টি লাশের দাবিদারের কাছ থেকে ৩২ স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক বিভাগ। আজকে সারাদিনই সিআইডি ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম চলবে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...