আরও দুই মামলায় জামিন পেলেন জহির উদ্দিন স্বপন

পল্টন ও রমনা থানায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় সোমবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। এরমধ্যে পুলিশের পিস্তল ছিনতাইয়ের অভিযোগে দায়েরকৃত মামলাও রয়েছে।

এ নিয়ে বিএনপির কেন্দ্রীয় এই নেতার বিরুদ্ধে দায়েরকৃত ৭ মামলার মধ্যে ৪টিতে তিনি জামিন পেলেন। বাকি ৩ মামলায় জামিন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের সকল নেতার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে। এ ধারাবাহিকতায় গত ২ নভেম্বর জহির উদ্দিন স্বপনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন।

আরও পড়ুন...