মারুফ সরকার,ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদে ১৭ ই মার্চ বৃহস্পতিবার ফেনী জেলার প্রবাসীদের সর্ব বৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আফসারুল আলম।
ফেনী প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আনোয়ার ও নব নির্বাচিত সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারীর,যৌথ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের পৃষ্ঠপোষক জিয়া উদ্দিন বাবলু, আবুল কাশেম, নুরুল আপছার, ফরিদ আহম্মেদ সোহাগ। বাংলাদেশ থেকে আগত মুহাদ্দিস মাওলানা আবদুল কাইয়ুম।
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন, লুৎফুল হক, দাম্মাম এর ব্যবসায়ী শেখ আবদুর রহমান প্রমুখ।
২০২২-২৩ সালের জন্য নবনির্বাচিত কমিটিতে আরো যারা রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি আবদুল আউয়াল, সহ-সভাপতি আবদুল্লাহ ফারুক, সহ সভাপতি খায়রুল ইসলাম রতন, সহ-সভাপতি মাজহারুল ইসলাম শিমুল, সহ-সভাপতি নুরুল আফছার রাসেল। যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আহাদ নয়ন, সহ সাধারণ সম্পাদক আজমীর হোসেন মাহাজন, সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম নয়ন। সাংগঠনিক সম্পাদক আবদুল বাতেন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আপছার, সহ সাংগঠনিক সম্পাদক কামাল মির্জা, সহ সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন জাহাঙ্গীর। অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সহ অর্থ বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ। দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান সাজু, সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন শাহিন, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, সহ প্রচার সম্পাদক মোঃ সৈকত, সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আলম সবুজ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, প্রবাসী কল্যাণ সম্পাদক নুর করিম, সহ প্রবাসী কল্যাণ সম্পাদক শাহাদাত হোসেন মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল আউয়াল সোহেল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রাজিব আহম্মেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফজলুল হক রুবেল, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল মমিন মজুমদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর ফয়সাল, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম রাজিব, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল আপছার বাদল, সহ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন বাবুল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাঈদুল হক হোসাইন, সহ আপ্যায়ন সম্পাদক দেলোয়ার হোসেন সুমন, ত্রাণ ও পূর্ণ বাসন বিষয়ক সম্পাদক মোরশেদুল আলম রুবেল, সহ ত্রাণ ও পূর্ণ বাসন বিষয়ক সম্পাদক বরকত উল্ল্যাহ ফারুক, ক্রিড়া সম্পাদক মোঃ মাঈন উদ্দিন মোহন, সহ ক্রিড়া সম্পাদক আবু সাঈদ সোহেল।
উক্ত কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আনোয়ার, জাহাঙ্গীর আলিম, ইমাম হোসাইন খোকন, ইমাম হোসাইন সেলিম।
প্রধান অতিথি শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি বলেন, ফেনী প্রবাসী ফোরাম বর্তমানে প্রতিষ্ঠিত একটি সামাজিক সংগঠন, তাই এই সংগঠন স্বেচ্ছাসেবী কর্মকান্ডে যে অবদান রেখে যাচ্ছে তা খুবই প্রশংসনীয়, নবনির্বাচিত কমিটিকে তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে আরো এগিয়ে যাওয়ার জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আবদুল কাইয়ুম, গত আট বছর সফলভাবে সভাপতির দায়িত্ব পালন করায় ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আনোয়ার কে সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয় এবং ফোরামের অন্যতম সংগঠক হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন নবীন প্রবীণের সম্মিলিত নবনির্বাচিত কমিটি নতুন উদ্যমে ফোরামকে এগিয়ে নিবেন বলে আশাপ্রকাশ করেন।