আরো একটি সৌদি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন

পিবিএ ডেস্ক: ইয়েমেনের ইরানপন্থী হুথি আনসারুল্লাহ বাহিনী সৌদি আরবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের পশ্চিম উপকূলীয় শহর হুদাইদার ওপর দিয়ে ওড়ার সময় গতকাল (শুক্রবার) ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

হুথি আনসারুল্লাহ আন্দোলনের মিডিয়া ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ও তাদের মিত্ররা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে গতকাল বিকেলে ড্রোনটি ভূপাতিত করে। বিবৃতিতে বলা হয়েছে, হুদাইদা প্রদেশের আল-ফাজাহ এলাকার আকাশে গুপ্তচরবৃত্তি করার সময় ইয়েমেনি ক্ষেপনাস্ত্র তাতে আঘাত হানে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়েমেনি সেনাদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছিলেন, তাদের বাহিনী সৌদি আরবের ড্রোন ও সামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা হামলা চালানো হয়। এসব হামলায় ইয়েমেনের এক স্কোয়াড্রন কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন অংশ নেয়। এ ড্রোন ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যা মার্কিন প্রযুক্তিতেও ধরা পড়ছে না বলে জানান জেনারেল সারিয়ে। এসব হামলার কারণে জিজান বিমানবন্দরের বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...