আরো বাড়তে পারে তাপমাত্রা

heat-and-temprature-40-PBA

পিবিএ,ঢাকা: ক্রমেই বাড়ছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদফতর থেকে জানা গেছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার (৯মে) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বার্ত সংস্থা পিবিএকে জানিয়েছেন, দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে। অপরদিকে ১২-১৩ মে বৃষ্টি হতে পারে।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

পিবিএ/এফএস

আরও পড়ুন...