পিবিএ,ঢাকা: ২০১৭ সালের আগের সব নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি-জেনারেলের নিয়োগাদেশ বাতিল করে সরকার সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ দিয়েছে ।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে রোববার (০৭ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।
আদেশে আরো বলা হয়, ২০১৭ সালের ১২ জুন ২৭ জন এবং ১৯ অক্টোবর ২৫ জন নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি-জেনারেল স্বপদে বহাল থাকবেন এবং ২০১৭ সালের আগের সব নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি-জেনারেলের নিয়োগাদেশ বাতিল করা হলো।
পিবিএ/এএইচ