পিবিএ ডেস্কঃ চলতি কোপা আমেরিকার শুরুটা ভালো ছিল না আর্জেন্টিনার। একসময় মনে হচ্ছিল টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন মেসিরা। কিন্তু শেষমেশ তেমন কোনো অঘটন ঘটেনি।
বরং ভেনেজুয়েলাকে হারিয়ে কোপার সেমিতে পৌঁছে গেল নীল-সাদা বাহিনী। মধ্য রাতে কোয়ার্টার ফাইনালে সহজেই জয় তুলে নেয় তারা।
ম্যচের দশ মিনিটের মধ্যে প্রথম গোল করেন মার্টিনেজ এবং দ্বিতীয়ার্ধে শেষদিকে ব্যবধান বাড়ান লো সেলসো।
সেমিফেইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিল। দীর্ঘ ১২ বছর পর কোপা আমেরিকার মঞ্চে মুখোমুখি হবে এই দুই চির প্রতিদ্বন্দ্বী।
পিবিএ/এমএস