‘আর্থিক লেনদেন বিষয়ে তথ্য থাকলে আমাকে অবহিত করবেন’

পিবিএ, নারায়ণগঞ্জ: পুলিশ কনস্টেবল নিয়োগের ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ হুসিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন করবেন না।আমি অত্যন্ত কঠোর। কোন দালাল বা সিন্ডিকেট চক্র বা কোন পুলিশ সদস্য বা কোন ভায়া বা মিডিয়ার মাধ্যমে প্রতারিত না হবার জন্য সতর্ক করেন।’

চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন -শৃংখলা পরিস্থিতি, নাগরিকগণ নিরাপত্তায় ও স্বাচ্ছন্দে ফুটপাতে পায়ে হেটে চলাফেরা করতে পারে সেই লক্ষ্যে হকারমুক্ত ফুটপাত সহ অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগের ব্যাপারে আমি অত্যন্ত কঠোর। কোন দালাল বা সিন্ডিকেট চক্র বা কোন পুলিশ সদস্য বা কোন ভায়া বা মিডিয়ার মাধ্যমে প্রতারিত না হবার জন্য সতর্ক করেন। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন করা হবে।

তিনি আরো বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন করবেন না। পুলিশ কনস্টেবল পদে ভর্তি হতে কোন টাকা লাগবেনা। কোন দালাল বা সিন্ডিকেট চক্র বা কোন পুলিশ সদস্য বা কোন ভায়া বা মিডিয়া কর্তৃক নিয়োগের ব্যাপারে কোনো আর্থিক লেনদেন বিষয়ে তথ্য থাকলে আমাকে অবহিত করবেন।

আমি তাৎক্ষণিকভাবে তাদের গ্রেফতার করব। এসময় তিনি সাংবাদিকদের শতভাগ স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন করার বিষয়টি সাধারণ মানুষকে অবহিত করার জন্য অনুরোধ জানান।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...