আলফাডাঙ্গায় ভাতিজার হাতে চাচী খুন

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

পিবিএ,বোয়ালমারী: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ভাতিজার ছুরির আঘাতে চাচীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ঘটনাটি ঘটে। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আলফাডাঙ্গা থানা সূত্রে জানা যায়, উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা ফজর শেখের (৩৫) ছোরার আঘাতে চাচী লিলি বেগমের (৫৫) মৃত্যু হয়।

সে আকরাম শেখের স্ত্রী। তার ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। আজ বিকেলে ফজর শেখের সাথে তার পিতা দরবেশ শেখের কথা কাটাকাটির এক পর্যায়ে গোলমাল শুরু হয়। এ সময় তার চাচি লিলি বেগম গোলমাল ঠেকাতে গেলে ফজর শেখ তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়।

এতে সে মারাত্মক আহত হলে পরিবারের লোকজন তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর থেকে ভাতিজা ফজর শেখ পলাতক রয়েছে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে লিলি বেগমের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

পিবিএ/খান মোস্তাফিজুর রহমান সুমন/ইকে

আরও পড়ুন...