আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

প্রতীকী ছবি

পিবিএ, চুয়াডাঙ্গা: আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় আলমডাঙ্গা রেলস্টেশনের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাসন্তী রানী স্টেশনপাড়ার সুধীন বেগের স্ত্রী। খুলনাগামী কোনো এক ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন।
আলমডাঙ্গা স্টেশন এলাকার রেলবস্তিতে বসবাসকারী কয়েকজন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর খুলনাগামী কোনো এক ট্রেনে কাটা পড়ে বাসন্তী রানী (৬৫) মারা গেছেন। পরে লাইনের ওপর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন ছুটে আসে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি এটা দুর্ঘটনা তা বোঝা যাচ্ছে না। এ ব্যাপারে চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই জালাল উদ্দিন জানান, আমাদের কাছে খবর এসেছে। আমরা লাশ উদ্ধারের জন্য সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।

তৌহিদ তুহিন/পিবিএ/বাখ

আরও পড়ুন...