আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুব সমাবেশ করেছে যুবদল। রোববার (২৭ অক্টোবর) খাগড়াছড়ির শাপলার মুক্তমঞ্চে এ সমাবেশ করে সংগঠনটি।
এর আগে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র্যালি শেষে যুবসমাবেশ ও কেক কাটা হয়।
যুব সমাবশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে লুটপাট চালিয়েছে। এ সময় তিনি বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতির,গুম-খুনের রাজনীতি করে নৈরাজ্যের দেশ করেছে।
অনিয়মের নানা ফিরিস্তি তুলে ধরে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে বলে অভিযোগ তুলে ওয়াদুদ ভুইয়ার বক্তব্যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর কথাও তুলে ধরে রাজনৈতিক বিভিন্ন বিষয় তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সিনি: সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি ইউচুপ চৌধুরী, প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা প্রমূখ।