আ’লীগ নেতা আহমদ ও সাবেক নৌ কর্মকর্তা সোহায়েল গ্রেপ্তার

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ আগস্ট) সকালে তাদের দুজনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) ওবায়দুর রহমান।

তিনি বলেন, রাজধানীর রামপুরা থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে ও বনানী থেকে রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।

তবে কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটি জানাননি ডিএমপির এই কর্মকর্তা।

আরও পড়ুন...