আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ আগস্ট) সকালে তাদের দুজনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) ওবায়দুর রহমান।
তিনি বলেন, রাজধানীর রামপুরা থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে ও বনানী থেকে রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।
তবে কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটি জানাননি ডিএমপির এই কর্মকর্তা।