পিবিএ: তার আগামী প্রজেক্ট কী হবে, তা নিয়ে আলোচনা চলছেই। আর এ দিকে শাহরুখ খানও পর পর স্ক্রিপ্ট রিডিং সেশন করে চলেছেন। মাঝে শোনা গিয়েছিল, তিনি রাজকুমার হিরানির সঙ্গে একটি ছবি করতে পারেন। এখন বলা হচ্ছে, সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে জুটি বাঁধতে পারেন অভিনেতা। সূত্রের খবর, সাজিদ আর শাহরুখ বেশ কয়েক বার মিটিং করেছেন। সাজিদ তার ‘ল্যান্ড অব লুঙ্গি’ ছবিটি অফার করেছেন শাহরুখকে। অভিনেতার নাকি এই অ্যাকশন-কমেডি ছবির চিত্রনাট্য পছন্দও হয়েছে। এটি দক্ষিণী ছবি ‘ভীরম’-এর রিমেক। এর আগে ছবিটির জন্য অক্ষয়কুমার ও ভিকি কৌশলের নাম শোনা গিয়েছিল। সাজিদের ছবির চিত্রনাট্য পছন্দ হলেও শাহরুখ এখনও গ্রিন সিগনাল দেননি। আসলে পরপর ফ্লপের ধাক্কায় অভিনেতা হঠকারী সিদ্ধান্ত নিতে চাইছেন না। ‘জ়িরো’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পরে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন শাহরুখ। সেই সময় নাকি অ্যালকোহলেই ডুবে থাকতেন অভিনেতা। কারও সঙ্গে বিশেষ দেখা সাক্ষাৎও করেননি। ‘জ়িরো’র আগে ‘জব হ্যারি মেট সেজল’ও ফ্লপ করেছিল। শাহরুখ নিজেও চট করে কোনও কাজে হাত দিতে চাইছেন না। তবে প্রযোজক-পরিচালকদের সঙ্গে নিয়মিত বৈঠক করে চলেছেন। এই মুহূর্তে পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন শাহরুখ।
পিবিএ/এমআই