পিবিএ,ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে। মর্মান্তিক এ ঘটনায় গোটা জাতি শোকে স্তব্ধ। হৃদয়বিদারক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
স্ট্যাটাসে জাতীয় দলের এ পেসার লেখেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন .. আল্লাহ চকবাজারে যেন আর মৃত সংখ্যা না বাড়ে। চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যে সমস্ত মানুষ মারা গিয়েছে মহান আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন.. হে আল্লাহ্ আপনি নিহতদের পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।
প্রসঙ্গত, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত অন্তত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক।
পিবিএ/বাখ