আশুলিয়ার কাঠগড়া থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

পিবিএ,সাভার: সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে শাকিলা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাকিলা রংপুরের কাউনিয়া উপজেলার পূর্ব নাজিরদহ গ্রামের নয়া মিয়ার মেয়ে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গত কয়েক মাস আগে শাকিলার তলপেটে টিউমার ধরা পরায় তার রংপুরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা হয়।

পরে পরিবারের অভাবের কারণে শাকিলাকে তার বাবা ঢাকায় নিয়ে আসেন পোশাক কারখানায় চাকরি নিয়ে দেওয়ার জন্য। কিন্তু গত দুই-একদিন যাবৎ শাকিলার পেটের ব্যথা বেড়ে যায়। আর সেই ব্যথা সইতে না পেরেই সে আত্মহত্যার করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

পিবিএ/এমটি/জেডআই

আরও পড়ুন...