আশুলিয়ায় ফেন্সিডিলসহ আটক ৫

পিবিএ,ঢাকা: সাভারের আশুলিয়ায় ৪৯০ বোতল ফেন্সিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।এসময় মাদক আনা-নেয়ায় ববহৃত একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে ।

সোমবার (২৭ মে) সন্ধ্যায় র‌্যাব-৪ এর অতিরিক্তি পুলিশ সুপার আতিকুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

আটকৃতরা হলেন, মাসুদ পারভেজ (৩০),রাকিব আহম্মেদ(২৫),শাহীন(২৪),মোছা কাজল(২৬) ও সামলা আক্তার(২০) ।

র‌্যাবের ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদরে ভিত্তিতে জানতে পারি দিনাজপুর থেকে একটি মাদকের চালান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে । ওই সংবাদাতের ভিত্তিতে সকাল ১১ টার দিকে সাভারের আশুলিয়ার থানার পশালবাড়ির এলাকার মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালের সামনে অভিযানে চালানো হয় । এসময় একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাসি চালানো হয় । এরপর ওই প্রাইভেটকার ও মাইক্রোতে লুকানো অবস্থায় ৪৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ।

এসময় মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকায় পাঁচ জনকে আটক করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা ।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...