আশ্রয় নেয়া জেলেদের সঙ্গে ভারতের সহকারী হাই কমিশনারের সাক্ষাৎ

পিবিএ, কলাপাড়া,পটুয়াখালী: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে দিক হারানো ভারতীয় ৩২ ট্রলারের ৫১৯ জেলের সঙ্গে বরিশাল ও খুলনাস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার আর কে রায়নাসহ একটি প্রতিনিধিদল সাক্ষাত করেছেন।

মঙ্গলবার সকালে প্রতিনিধিদল ওইসব জেলেদের সাথে দেখা করেন এবং খোঁজ-খবর নিয়েছেন বলে কলাপাড়া উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান পিবিএকে জানান, উত্তাল সাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এসব জেলে দিক হারিয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। আশ্রয় নেয় রাবনাবাদ চ্যানেলের পায়রা কোস্টগার্ডের কাছে। জেলেদের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনার সাক্ষাত করে সন্তোষ প্রকাশ করেন।
কলাপাড়া কোস্টগার্ড সূত্রে জানাগেছে, ভারতীয় জেলেরা কোস্টগার্ডের কাছে নিরাপদ আশ্রয়ে রয়েছে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। সাগর এবং আবহাওয়া অনুকূলে আসলেই, উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক জেলেদের ভারতীয় জলসীমানায় পৌছে দেয়ার ব্যাবস্থা নেয়া হবে। আশ্রীত ভারতীয় জেলেদের জন্য চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় রসদ সরবরাহরে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, সাগরে ঝড়ের কবলে পড়ে ৬ জুলাই, শনিবার রাতে পটুয়াখালীর মৌডুবী চ্যানেল হয়ে রাবনাবাদ চ্যানেলে চলে আসে ৩২ ট্রলারসহ ভারতীয় জেলেরা। রবিবার ৭ জুলাই পায়রা কোস্টগার্ড সদস্যদের কাছে আশ্রয় নেয়।

পিবিএ/উত্তম/হক

আরও পড়ুন...