পিবিএ ডেস্কঃ পূর্নগ্রাস সূর্যগ্রহণ আগামী ২ জুলাই ২০১৯ সালে হতে চলেছে । অবশ্য এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না।
সুতরাং বলা যেতে পারে, ভারতেবসবাসকারী কোনও ব্যক্তির উপর গ্রহণের প্রভাব পড়বে না। সুতরাং অদৃশ্য গ্রহণে স্নানদানাদি ও পাকপাত্র পরিত্যাগ করা বিধি নিষিদ্ধ নয়। কিন্তু গ্রহণ দর্শনের এলাকায় এই বিধান পালনীয়।
এখন দেখে নেওয়া যাক এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য স্থান:
দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকার দক্ষিণাংশ এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এই গ্রহণ দেখা যাবে।
এ বার দেখে নেওয়া যাক ভারতীয় সময় অনুসারে এই পূর্নগ্রাস সূর্যগ্রহণের সময়, বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
বাংলা তারিখ: ১৭ আষাঢ়, ১৪২৬ মঙ্গলবার।
ইং তারিখ: ২ জুলাই ২০১৯।
সময়:
পৃথিবীতে স্পর্শাদিকাল (ভারতীয় প্রমাণ সময়ে ঘণ্টা ও মিনিটে)
গ্রহণ স্পর্শ: রাত্রি ঘ ১০/২৫ মিনিট।
অমাস্ত রাত্রি ঘ ১২/৪৬ মিনিট।
পূর্নগ্রাস আরম্ভ: রাত্রি ঘ ১১/৩২ মিনিট।
পূর্ণগ্রাস সমাপ্তি: রাত্রি ঘ ০২/১৪ মিনিট।
গ্রহণ মধ্য: রাত্রি ঘ ১২/৫৩ মিনিট।
গ্রহণ মোক্ষ: রাত্রি ঘ ০৩/২১ মিনিট।
গ্রাসমান- ১.০৪৫৬
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
বাংলা তারিখ: ১৬ আষাঢ়, ১৪২৬ মঙ্গলবার।
ইং তারিখ: ২ জুলাই ২০১৯।
সময়:
পৃথিবীতে স্পর্শাদিকাল (ভারতীয় প্রমাণ সময়ে ঘণ্টা ও মিনিটে)
গ্রহণ স্পর্শ (আরম্ভ): রাত্রি ঘ ১০/২৫ মিনিট।
পূর্ণগ্রাস আরম্ভ: রাত্রি ঘ ১১/৩২ মিনিট।
পূর্ণগ্রাস সমাপ্তি: রাত্রি ঘ ০২/১৪ মিনিট।
গ্রহণ মধ্য: রাত্রি ঘ ১২/৫৩ মিনিট।
গ্রহণ মোক্ষ: রাত্রি ঘ ০৩/২১ মিনিট।
গ্রাসমান- ১.০৪৫৬
পূর্ণগ্রাস স্থিতি: ২ ঘঃ ৪২ মিনিট।
পূর্ণগ্রাস স্থিতি: ৪ ঘঃ ৫৬ মিনিট।