পিবিএ, বিনোদন ডেস্ক: সম্প্রতি নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘শত ঘুড়ি’। গানটির গীতিকার সবুজ, সুর ও সঙ্গীত শিবলী গানটিকে কন্ঠ দিয়াছেন আব্দুস সালাম।এতে মডেল হিসাবে কাজ করেছেন ফারিয়া জাহান নীলা ও স্বাধীন চৌধুরী। মিউজিক ভিডিওটি রোমান্টিক গল্পে উপর নির্মিত হয়েছে।মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন খান রায়হান। এ প্রসঙ্গে নির্মাতা খান রায়হান বলেন, আমরা সুুন্দর ভাবে মিউজিক ভিডিওটি ৩০০ ফিট রুপগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের কাজ করেছি। এই গানটির কথা অনেক সুুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।এই মিউজিক ভিডিওটিতে মডেল হিসাবে কাজ করেছেন ফারিয়া জাহান নীলা ও স্বাধীন চৌধুরী।
মডেল ফারিয়া জাহান নীলা বলেন, পরিচালক খান রায়হান ও মডেল স্বাধীনের সাথে আমার প্রথম কাজ। গানের গল্পের রসায়নটা খুবই ভালো ছিলো। পরিচালক খান রায়হান কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন। ‘শত ঘুড়ি’ গানটি দর্শকরা ভালো ভাবে নিবে গানটিতে নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করেছি। ‘শত ঘুড়ি’ মিউজিক ভিডিওটি কেমন হয়েছে তা দর্শকরা দেখলে বুঝতে পাবেন।
পিবিএ/মারুফ সরকার/বিএইচ