পিবিএ ডেস্ক : এটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত বিশ্বের প্রথম সেক্স-টয়! বাজারে হাজির অটোব্লো। ৮০০০ মিনিটের পর্ন দেখে এই সেক্স-টয় বানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অভিনব এই রোবটের দাম ১৩৯ ডলার, অর্থাৎ প্রায় সাড়ে ৯ হাজার টাকা।
দেখতে অনেকটা বোতলের মতো। তবে বোতলের ঢাকনার পরিবর্তে রয়েছে এক মহিলা মুখ। এই রোবট ব্যবহার করেই ব্লো জব বা স্বমেহনের আনন্দ পাবেন গ্রাহকরা। বিভিন্ন মাপের লিঙ্গের জন্য পরীক্ষা করেই তৈরি করা হয়েছে রোবটটি। রয়েছে ‘বিশেষ ভাইব্রেশন’ বোতাম। যা সেট করে ছেড়ে দিতে হবে। এরপর রোবট নিজেই বুঝে নেবে ইউজারের চাহিদা।
৪ বছর আগে অটোব্লো ২ লঞ্চ করেছিল এই সংস্থা। তার আধুনিক পরিবর্তনের মাধ্যমেই এবার অটোব্লো বাজারে ছাড়া হল। আবিষ্কারক ব্রায়ান স্লোয়ান বলেন, ‘শেষ তিন বছর ধরে ২ লাখের বেশি অটোব্লো ২-এর ফিডব্যাক পর্যবেক্ষণ করেই নতুন রোবট বানিয়েছি।’
পিবিএ/জিজি