পিবিএ ডেস্ক: সময়ের সাথে তাল মিলিয়ে ক্রিকেটেও আসছে নতুন নতুন সংস্করণ। টিন-টেন বা দশ ওভারের ক্রিকেটের উৎপত্তির পরে প্রস্তাব আসে ‘দ্য হানড্রেড’ বা ১০০ বলের ক্রিকেটের। অবশেষে আগামী বছরের জুলাই – আগস্টে মাঠে গড়াতে যাচ্ছে ‘দ্য হানড্রেডের’ আসর। ইংল্যান্ডের ৮ শহরের নামে ৮ দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়দের তালিকায় নাম লিখিয়েছেন সাকিব আল হাসানও।
বিশ্বের প্রায় সব তারকা ক্রিকেটাররাই এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন। গতকাল সোমবার নিবন্ধনের শেষ সময় পেরোনোর পর প্রকাশিত হয়েছে সেই তালিকা। সেখানে সাকিবের পাশাপাশি নাম আছে এরা হলেন-স্টিভেন স্মিথ, ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, শহিদ আফ্রিদি, রশিদ খান, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, বাবর আজম, ফাফ ডু প্লেসি, অ্যারন ফিঞ্চ, কেন উইলিয়ামসন, কায়রন পোলার্ড, মিচেল স্টার্ক ও লাসিথ মালিঙ্গদের৷
অবশ্য এটি প্রাথমিক তালিকা মাত্র। মূল ড্রাফটের ব্যাপারে জানা যাবে ২০ অক্টোবর। ইংল্যান্ডের বিখ্যাত টিভি চ্যানেল স্কাই স্পোর্টসের স্টুডিওতে ড্রাফটি আয়োজিত হবে। ফর্ম্যাটটির মতো বিশেষতা থাকছে ড্রাফট থেকে খেলোয়াড় নির্বাচন পদ্ধতিতেও। ড্রতে ক্রম অনুসারে দলগুলোকে খেলোয়াড় বাছাইয়ের সুযোগ করে দেওয়া হবে। প্রতিটি দলকে ১০০ সেকেন্ড দেওয়া হবে খেলোয়াড় বাছাইয়ের জন্য। ড্রাফট হতে সময় লাগবে প্রায় আড়াই ঘণ্টার মতো। শুরুর একাদশে সর্বোচ্চ তিনজন বিদেশি খেলোয়াড় রাখা যাবে।
পিবিএ/ইকে