আসন্ন পৌর নির্বাচন কেন্দ্র করে প্রত্যাশিত প্রার্থীদের দৌঁড় ঝাঁপ

পিবিএ,রাজশাহী: আসন্ন ডিসেম্বরে পৌর নির্বাচন কন্দ্রে করে ইতোমধ্যে রাজশাহীর বিভিন্ন পৌরসভায় প্রত্যাশিত প্রার্থীদের দৌঁড় ঝাঁপ লক্ষ করা গেছে। জেলার ১৩টি পৌরসভার মধ্যে চারঘাট পৌরসভার আ’লীগ প্রত্যাশিত মেয়র পদ প্রার্থী পৌর আ’লীগ সাধারন সম্পাদক একরামুল হকের প্রচারণা একধাপ এগিয়ে। বিএনপি ও আ’লীগের নেতাদের মেয়র পদ প্রত্যাশিদের অনেকের গুঞ্জন শুনা গেলেও মাঠ পর্যায়ে তাদের উপস্থিতি নেই।
সোমবার সকালে পৌর এলাকার সাধারণ জনতা, শ্রমীক ও বিভিন্ন পেশাজীবির মতামত প্রাইম টিভিকে জানিয়েছেন।

পিবিএ/ওবাইদুল ইসলাম রবী/এসডি

https://youtu.be/q4T1FP5TGf8

 

 

 

 

আরও পড়ুন...