আসল র‍্যাবের হাতে ধরা ভুয়া র‍্যাবের সার্জেন্ট!

পিবিএ,ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাবের সার্জেন্ট পরিচয়ে প্রতারণার অভিযোগে ১ জন ভুয়া র‌্যাব’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গতকাল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন, ভুয়া র‌্যাবের সার্জেন্ট পরিচয়ে মো. ইউসুফ (৪২)। এসময় তার কাছ থেকে ১ মোবাইল ফোন ও নগদ- ৫ দশ টাকা উদ্ধার করা হয়।

সোমবার ২৮ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব।

তিনি জানান,র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ভুয়া র‌্যাবের সার্জেন্ট পরিচয়ে প্রতারণার অভিযোগে ১ জন প্রতারককে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত গ্রেফতারকৃত গত ১৬ অক্টোবর মো. সাদ্দাম (৩২) নামক এক ব্যক্তিকে র‌্যাবের পরিচয় দিয়ে যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক রোড এলাকা হতে মোটরসাইকেল যোগে শনির আখড়ায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে সাদ্দাম’কে মামলা দেওয়ার ভয়সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে তার নিকট ২০,০০০/- টাকা দাবী করে। অতঃপর সাদ্দাম ভয়ে তার আত্মীয়স্বজনদের নিকট মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ইউসুফ’কে ১০,০০০/- টাকা দিলে ইউসুফ সাদ্দাম’কে ছেড়ে দেয়। এছাড়াও গ্রেফতারকৃত র‌্যাবের বিভিন্ন কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিত বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা

আরও পড়ুন...