পিবিএ,ঢাকা: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে (ইউপি) মেম্বারের সমর্থকদের সংঘর্ষে আশিকুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চার পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক।
শনিবার রাতে বন্দরের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশিকুর মদনপুরের চাঁনপুর এলাকার শহীদুল ইসলামের ছেলে। তিনি মদনপুরের প্যানডেক্স গার্মেন্টসের শ্রমিক ছিলেন।
জানা গেছে, শনিবার রাতে সাড়ে ৮টায় ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামি বিশেষ করে নাশকতা মামলার আসামিদের ধরতে বন্দর থানা পুলিশ মদনপুরের চাঁনপুরে অভিযান চালায়। এ সময় বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃতরা তারা স্থানীয় খলিল মেম্বারের লোক।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বারের সমর্থকরা টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা পুলিশের দুটি গাড়ি ভাংচুর করে।
এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী, কনস্টেবল দেবাশীষ, মোহনসহ অর্ধশতাধিক আহত হন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, দুগ্রুপের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। সেখানে পুলিশ যাওয়ার পর পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশসহ একাধিক ব্যক্তি আহত হন। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।
পিবিএ/এফএস