পিবিএ ডেস্ক: চূড়ান্ত নাগরিকত্ব তালিকা- এনআরসি প্রকাশ করেছে ভারতের আসাম রাজ্য। এতে নাগরিকত্বের স্বীকৃতি পেলেন ৩ কোটি ১১ লাখ বাসিন্দা। রাষ্ট্রহীন হলেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ বাঙ্গালি। স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ অনলাইনে প্রকাশ করা হয় তালিকাটি।
এই তালিকা প্রকাশের পর এক টুইট বার্তায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
টুইট বার্তায় ইমরান খান বলেন, ভারত এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে খবর আসছে মোদি সরকার কীভাবে মুসলিম সম্প্রদায়কে জাতিগতভাবে নির্মূল করতে চাইছে।
আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বের কাছে অশনি সংকেতের ঘণ্টা বাজতে শুরু করেছে। মুসলিমদের লক্ষ্য করেই কাশ্মিরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।
এদিকে রাজধানী দিল্লিতেও নাগরিকত্ব তালিকা প্রকাশের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন বিজেপির দিল্লির প্রধান মনোজ তিওয়ারি।
পিবিএ/ইকে