পিবিএ: আসাম ও বিহার এখনও বন্যায় বিপর্যস্ত। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। এমন পরিস্থিতিতে সবাইকে পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন দুই রাজ্যের সরকার। সেই আবেদনে সাড়া দিয়েই আসামের বন্যার্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অমিতাভ বচ্চন। আসামের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা দিলেন তিনি। আসাম ও বিহারে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১.১১ কোটি মানুষ। রবিবার পর্যন্ত পাওয়া খবর অনুসারে দুই রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা প্রায় ১৬৬ জন। এর মধ্যে আসাম ৩৩টি জেলার মধ্যে ৩০টি জেলা বন্যায় ভেসে গিয়েছে। বন্যা বিধ্বস্ত আসামের পরিস্থিতি এখন বেশ সঙ্গীন। বন্যার ফলে বহু মানুষ ঘরছাড়া। মাথার উপর ছাদও জুটছে না অনেকের। শুধু মানুষ কেন, বন্যায় ভাসছে বন্যপ্রাণও। ৩৮ লক্ষের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন মোট ৩২৭টি ত্রাণ শিবিরে। কাজিরাঙ্গার প্রায় ৯০ শতাংশ বনাঞ্চল এখন জলের তলায়। অনেক জায়গায় বন্যার জল ৩ ফুট পর্যন্ত উঠে গিয়েছে। ব্রহ্মপুত্রের জলে ভাসছে কাজিরাঙ্গা অভয়ারণ্য। আসামের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সোনওয়াল টুইটারে সবাইকে রাজ্যের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই নিজের মাসিক বেতনের অর্ধেকটা দিয়েছেন অ্যাথলিট হিমা দাস। অভিনেতা অক্ষয় কুমারও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ও কাজিরাঙ্গা অভয়ারণ্যের জন্য ১ কোটি টাকা দান করেছেন। আসামের এই কঠিন পরিস্থিতিতে সবাইকে রাজ্যের পাশে থাকার বার্তা দেন অভিনেতা। এবার অমিতাভ বচ্চনও আসামের জন্য ৫১ লক্ষ টাকা দিলেন। টুইটারে তিনি সেকথা ঘোষণাও করেছেন। বাকিদেরও সাধ্যমত আসামের ত্রাণ তহবিলে অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
পিবিএ/এমআই