পিবিএ,বিনোদন: তরুণ নির্মাতা আকাশ আমিন সম্প্রতি নির্মাণ করেছেন শর্টফিল্ম ‘ব্ল্যাকমেইল’। রাজধানীর আশপাশের বেশ কিছু লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়। আজিশা রহমান ইতির চিত্রনাট্যে শর্টফিল্মটিতে অভিনয় করেছেন-আফফান মিতুল, প্রিমা ও আসিফ আলম। শনিবার রাতে ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে শর্টফিল্মটি।
পোস্ট বক্সের ব্যানারে নির্মিত এ শর্টফিল্মের চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন সজিব খান।নির্মাতা জানান, গল্পে সবাই বিনোদন পাবেন। যতোই মন খারাপ থাকুক হাসতেই হবে। শুটিংয়ের সময় আমি, প্রিমা, আসিফ, মিতুল, ক্যামেরাম্যান সজিব, সবুজসহ ইউনিটের সবাই আনন্দ নিয়ে কাজটি করেছি।
গল্প প্রসঙ্গে পরিচালক জানান, মিতুলের সঙ্গে প্রেম করেন প্রিমা। একদিন মিতুলকে প্রিমা জানায় তার দামি মোবাইল ফোন জমা রেখে আইসক্রিম খাওয়াতে। কিন্তু এমন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রিমাকে ব্ল্যাকমেইল করার জন্য মিতুল তার বন্ধু আসিফকে ভাড়া করে। প্রেমিক-প্রেমিকার কৃপণতার নানা বিষয় নিয়ে এগিয়েছে এই শর্টফিল্মটির কাহিনী।
পিবিএ/মারুফ সরকার /এমএসএম
https://www.youtube.com/watch?v=pvHmsrbeaXQ