‘আসুন, ২/৩ ঘন্টা যানজটে বসে দেখুন’ ঢাবি উপাচার্যকে মিজানুর রহমান

পিবিএ,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঢাকা শহরের যানজট সহজভাবে মেনে নেওয়ার প্রেক্ষিতে তাকেই যানজটের বাস্তব অভিজ্ঞতা নেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।

 ‘আসুন, ২/৩ ঘন্টা যানজটে বসে দেখুন’ ঢাবি উপাচার্যকে মিজানুর রহমান

বুধবার (২৯মে) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে অধ্যাপক আখতারুজ্জামানের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আমি তাকে বলব, আপনিও সাধারণের কাতারে নেমে আসুন। দুই-তিন ঘণ্টা যানজটে বসে থাকুন। তখন হাসিমুখে বলুন, আমি আপনাদের পাশে আছি।’ যানজট ঢাকাবাসীর নিত্যদিনের সঙ্গী। এবার রোজায় প্রচণ্ড গরমের মধ্যে যানজটের দুর্ভোগের মধ্যে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান উন্নয়নের খাতিরে যানজট হাসিমুখে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘তিনি বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, এজন্য সাময়িক এই দুর্ভোগ হাসিমুখে মেনে নিতে। আপনি দুর্ভোগ পোহাবেন না, জনগণকে হাসিমুখে দুর্ভোগ মেনে নেওয়ার আহ্বান জানাবেন? দেশের মানুষ তা মেনে নেবে, এতটা বোকা এদেশের মানুষ নয়।’

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সভায় মিজানুর আরও বলেন, দেশে এখন আইনের শাসন নেই। আইনের শাসন নেই বলেই এত সমস্যা। এই রাষ্ট্র ধনীদের, গরিবের নয়। ধনীদের অধিকার রক্ষা করে, গরিবের নয়। আজ দেখলাম রিকশা উল্টো পথে চলায় তা উল্টে দেওয়া হয়েছে। এক‌ই সড়কে ভিআইপিরা উল্টো পথে সাইরেন বাজিয়ে চলেছে, তাদের গাড়ি উল্টে দিতে পারেনি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিআরটিএর সাবেক চেয়ারম্যান আয়ুবুর রহমান, বিটিসিএল সাবেক নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, বিআরটিএর পরিচালক মাহবুব ই রব্বানী বক্তব্য রাখেন।

পিবিএ/আরআই

আরও পড়ুন...