আফজাল হোসেন, টঙ্গী থেকে : টঙ্গী ও গাজীপুরের প্রিয় মানুষ। শ্রমজীবি মানুষের ভালবাসায় সিক্ত, রাজনীতির শুদ্ধ পুরুষ গাজীপুর-২ আসনের সাবেক এমপি শহীদ আলহাজ্ব আহ্সান উল্লাহ্ মাষ্টারের ১৬ম শাহাদাৎ বার্ষিকী আজ।
এ উপলক্ষে টঙ্গী ও তার নিজ গ্রাম গাজীপুরের হায়দরাবাদে কোরআন খতম ও মসজিদে মসজিদে দোয়া করা হয়।
এ বিষয়ে আহ্সান উল্লাহ্ মাষ্টার এর ছোট ভাই গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মতিউর রহমান মতি বলেন, আমাদের নিজ গ্রাম গাজীপুরের পূবাইল হায়দরাবাদে ভাইজানের রুহের মাগফিরাত কামনায় ৭ জন হাফেজ দিয়ে কোরআন খতম ও মসজিদে মসজিদে ইমাম কর্তৃক সবার কাছে দোয়ার আবেদন করেন।
এব্যাপারে প্রয়াত এমপি শহীদ আহ্সান উল্লাহ্ মাষ্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, বর্তমান পরিস্থিতি করোনা ভাইরাস প্রতিরোধে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুধু মসজিদে মসজিদে দোয়া আর অসহায় মানুষদের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করা হবে।
তিনি আরো বলেন, আমার বাবাকে যারা খুন করেছে তাদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।
উল্লেখ্য,গত ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গী ৪৬নং ওয়ার্ড নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী সমাবেশে বিএনপি ও জামায়াত মদদ পুষ্ট সন্ত্রাসীদের গুলিতে আহ্সান উল্লাহ্ মাষ্টার নিহত হন।
লেখক : সিনিয়র সাংবাদিক