ডক্টর ফরহাদ বুলবুল
বঙ্গবন্ধু তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী
তুমি বাঙ্গালী মুক্তির নেতা অবিসংবাদী ।
স্বপ্ন মঞ্চে একেছিলে বাংলা তোমার হৃদয় কলম কালিতে
স্বাধীনতার রক্তিম সূর্যটাকে ছিনিয়ে হবে আনিতে।
তোমার ৭ ই মার্চের গগন মুখী সাহসদীপ্ত তর্জনী
আজও সৃষ্টি করে ভিনদেশী শত্রুর বুকে কাঁপুনি।
তুমি ছিলে এ বাংলার চির উদ্বর্তিত মহাবীর
ছিলে আলোকবর্তিকা শত মজলুম বাঙালীর।
তোমার এক ভাষণে তৈরি হয়েছিল হাজারো লৌহ-মানব বীর
তুমি ধ্বংস করেছিলে খড়গ কৃপাণ ভীম অত্যাচারীর।
আজ তোমার প্রয়াণ দিবসে আমরা হৃদয় ভাঙ্গা
চক্ষু আজ অশ্রুসিক্ত হৃদয়ের কান্না বাঁধভাঙ্গা।
আহ্ ! আজ শুধু বহতা স্মৃতি তুমি ক্ষণিকও ফিরে পাবো না
আল্লাহ যেন তোমায় সুখে রাখে বিছিয়ে দেয় শান্তির বিছানা।
পিবিএ/মোসাব্বির হোসাইন/এমআর