আড়াই ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

 

পিবিএ,ঢাকা: প্রায় আড়াই ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

রেলসচিব মো: মোফাজ্জেল হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার বেলা সোয়া একটার দিকে বগি দুটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে।

জানা যায়, সকাল পৌনে সাতটার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা দেরিতে ছাড়ে ট্রেনটি। বেলা সোয়া একটার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাশে যাওয়ার পর ট্রেনটির দুটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকশি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কতক্ষণ পর উদ্ধার কাজ শেষ হবে সে ব্যাপারে তিনি নিশ্চিত করতে পারেননি।

পিবিএ/ইকে

আরও পড়ুন...