আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পিবিএ,খেলাধুলা: প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ বা উলভসের কাছে হারার পর অনেকের মাঝে গেল গেল রব উঠেছিল। ওই ম্যাচে না খেলা মাশরাফী বিন মোর্ত্তজা ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ‘মূল ম্যাচ’ এর কথা বলেছিলেন। আর সেই ম্যাচে ক্যারিবিয়ানদের উড়িয়ে দেওয়ার পরও সতর্ক বাংলাদেশ অধিনায়ক।

সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। ডাবলিনে বাংলাদেশ সময় বিকালে পৌনে ৪টায় শুরু হবে ম্যাচটি। এই লড়াইয়ে জয় পেলে সিরিজে ফাইনাল খেলা প্রায় নিশ্চিত করে ফেলবে মাশরাফিবাহিনী। অন্যদিকে উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে পাত্তা না পাওয়া আইরিশদের জন্য এটা অস্তিত্ব রক্ষার ম্যাচ।

প্রস্তুতি ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে সবার প্রশংসা কেড়েছে তারা। অলরাউন্ড পারফরম্যান্স ছিল ক্যারিবিয়ানদের বিপক্ষে পাঁচ ওভার হাতে রেখে ৮ উইকেটের জয়! সিরিজে এমন শুরুতে খুশি বাংলাদেশ অধিনায়ক মাশরাফী, “শুরুটা সবসময় গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় প্রস্তুতি ম্যাচে হারার পরও ছেলেরা খুব ভালো শুরু করেছে। আগামী ম্যাচের আগে এটা ভালো একটা ব্যাপার।”

পিবিএ/এমএস

আরও পড়ুন...