পিবিএ,ঢাকা: সাধারণ মানুষদের জাগতে হবে, বৈষম্য নিয়ে কথা বলতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। তিনি বলেন, ‘সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে আওয়ামী লীগ আর বিএনপির কোনো হ্যাডাম থাকবে না।’
রবিবার (২জুন) সকাল সাড়ে ১০টায় গলাচিপা উপজেলার চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়ন এক সংবর্ধনা অনুষ্ঠানে নুর এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রাজামিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি। নুর আরও বলেন, ‘কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না, তারা এখন কৃষিকাজ ছেড়ে দিতে চাচ্ছে। কৃষকের পাশে আওয়ামী লীগ কিংবা বিএনপি কেউ দাঁড়াচ্ছে না।’
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- নুরুল হক নুরের বাবা মো. ইদ্রিস হাওলাদার, আনিসুর রহমান দফাদার, নুরের সফর সঙ্গী ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম, জাহিদ হোসেন, রিয়াদ হোসেন, ফরহাদ হোসেন প্রমুখ।
পিবিএ/আরআই