ইংল্যান্ডকে ৩৪৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিল পাকিস্তান

পিবিএ ডেস্ক: প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পর্যুদস্ত হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল পাকিস্তান৷ সোমবার ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের সামনে ৩৪৯ রানের টার্গেট দিল ‘মেন ইন গ্রিন’ পাকিস্তান৷

যদিও গত শুক্রবার এই মাঠেই ক্যারিবিয়ান পেসারদের সামনে নাস্তানাবুদ হয়েছিলেন পাক ব্যাটসম্যান৷ ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান৷

একই মাঠে দুই ভিন্ন পিচের চরিত্রগত পার্থক্য এটাই৷ মাত্র তিন দিনের ব্যবধানে তিনশোর গণ্ডি টপকে গেল পাকিস্তান৷

‘ব্যাটিং স্বর্গ’ পিচে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান৷ শুরুথেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই পাক ওপেনার৷ ইমাম-উল হক ও ফকর জামান। ওপেনিং জুটিতে ৮২ রান যোগ করে পাকিস্তান ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন তারা৷

ইংল্যান্ডকে প্রথম ব্রেক-থ্রু দেন মইন আলি৷ ১৫তম ওভারের প্রথম বলে জামানকে স্টাম্প করেন ইংল্যান্ড অফ-স্পিনার৷ ব্যক্তিগত ৩৬ রানে ড্রেসিংরুমে ফেরেন জামান৷ প্রথম তিনটি উইকেটই আলির৷ ইমামকে ৪৪ ও বাবরকে ৬৩ রানে ড্রেসিংরুমে ফেরান তিনি৷ ৬৬ বলের ইনিংসে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে আউট হন বাবর ৷ তবে পাক ইনিংসকে মজবুত জায়গায় পৌঁছে দেন মহম্মদ হাফিজ৷ ৬২ বলে ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেন প্রাক্তন পাক অধিনায়ক৷

তৃতীয় উইকেটে বাবরের সঙ্গে ৮৮ এবং চতুর্থ উইকেটে ক্যাপ্টেন সরফরাজ আহমেদের সঙ্গে ৮০ রান যোগ করে পাকিস্তানকে তিনশোর গণ্ডি টপকাতে সাহায্য করেন হাফিজ৷ ৮টি চার ও দু’টি ছক্কা হাঁকান তিনি৷ গুরুত্বপূর্ণ হাফ-সেঞ্চুরি করেন সরফরাজ৷ তবে ৪৪ বলে পাঁচটি বাউন্ডারি সাহায্য ৫৫ রান করেন পাক ক্যাপ্টেন৷

তবে ১২ বছর পাকিস্তান জার্সিতে ফের বিশ্বকাপে নেমে ব্যর্থ শোয়েব মালিক ৷ ফলে সাড়ে তিনশোর গণ্ডি ছুঁতে পারল না পাকিস্তান৷ শেষ দিকে দ্রুত তিন উইকেট হারিয়ে ৮ উইকেটে ৩৪৮ রান তোলে ‘মেন ইন গ্রিন’৷

পিবিএ/এএইচ

আরও পড়ুন...