ইংল্যান্ডের সেমিতে উঠা নিয়েই টানাটানি

পিবিএ স্পোর্টসে ডেস্ক: চলতি ওয়ানডে বিশ্বকাপের আসর বসার আগেই ঠিক করা হয়ে গেছিলো কারা দাবিদ্বার এই ট্রফির। চোখ বুঝেই বিশ্বের কিংবদন্তি ক্রিকেট বিশ্লেষকরা বলে দিলেন স্বাগতিক দল ইংল্যান্ডই জিতবে এই বিশ্বকাপ। নিজেদের উদ্ভোধনী ম্যাচে ফেবারিটের তকমা পাওয়া দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেটার জানানও দিচ্ছিলো তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের কাছেই হেরে বসে। পরে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ান ইয়ন মরগানরা।

কিন্তু তারপরেই খেই হারিয়ে ফেলে হট ফেবারিট তকমা পাওয়া দলটি। পর পর দুই ম্যাচ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন সেমিফাইনাল খেলতে পারে কিনা না তা নিয়েই তৈরি হয়েছে বড় ধরণের শঙ্কা।

কিন্তু এই দলটিই বিশ্বকাপের আগে বলেছে এবারের বিশ্বকাপে ৪শত রান করার ক্ষমতা কেবল তাদেরই আছে। আর এই কথা নিয়েই রসিকতা থেকে তাদের ছাড় দিলেন না অস্ট্রেলিয়ার সাবেক দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন রিকি পন্টিং। তিনি বলেন, ‘ইংলিশরা যে ৪০০ রান করার কথা এতবার বললো, কোথায় তাদের তো একবারও তা করতে দেখলাম না।’

অজি এই গ্রেট আরও বলেন, ‘সাধারণ দ্বিপাক্ষিক সিরিজ খেলা আর বিশ্বকাপে খেলার মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ বিশ্বকাপের আগে ইংলিশরা অনেক গুলো দ্বিপাক্ষিক সিরিজে অনেক বড় বড় স্কোর করেছে কিন্তু এটা বিশ্বকাপ। আমার মনে হয় ওরা বিশ্বকাপের চাপ সামলাতে পারছে না।’

ইংলিশরা নিজেদের শেষ দুই ম্যাচে লড়বে শক্তিশালী ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। বাঁচা মরার লড়াইয়ে এই দুই ম্যাচে পা হড়কালে চলবে না ইংলিশদের। আর দুই ম্যাচই হারলে পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের সম্ভবনা থাকবে সেমিতে খেলার সুযোগ। দুর্ভাগা বলা যেতে পারে এই দলটিকে। ক্রিকেটের জনক হয়েও এখনো বিশ্বকাপের স্বাদ পায়নি তারা।

পিবিএ/বাখ

আরও পড়ুন...