ইংল্যান্ডের হারে সেমির স্বপ্ন টিকে রইলো টাইগারদের

পিবিএ স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের পরাজয়ে জোরালো হলো টাইগারদের সেমির স্বপ্ন। টাইগাররা যদি পরের দুই ম্যাচে ভারত-পাকিস্তানের সঙ্গে জিততে পারে আর ইংল্যান্ড হেরে যায় তাহলে সেমিতে যেতে পারবে। ব্যতিক্রম হলে সেমিফাইনালের আগেই বিদায় নিতে হবে টাইগারদের।
বিশ্বকাপে ইংল্যান্ড যদি নিজেদের পরের দুই ম্যাচের (ভারত-নিউজিল্যান্ড) একটিতে পরাজিত হয়, তাহলে তাদের পয়েন্ট হবে ৯ ম্যাচে ১০।

অন্যদিকে টাইগাররা যদি নিজেদের পরের দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে জয় পায়, তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ১১। এমনটি হলে এক পয়েন্ট এগিয়ে থেকে ইংল্যান্ডকে হটিয়ে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...