ইংল্যান্ড একসঙ্গে তিন কোচ নিয়োগ দিল

একসঙ্গে তিন কোচ নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। এরমধ্যে দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিককে পূর্ণকালীন ব্যাটিং কোচ, সাবেক অফস্পিনার জিতান প্যাটেলকে স্পিন বোলিং কোচ ও যুবদলের হেড কোচ জন লুইসের পদোন্নতি দিয়ে তাকে জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

(সোমবার) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস কিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

২০১৯ সালে মার্ক রামপ্রকাশ দায়িত্ব ছাড়ার পর থেকেই ইংল্যান্ড দলের ব্যাটিং কোচের পদটি খালি পড়ে আছে। স্বল্পমেয়াদে ট্রেসকোথিক, জ্যাক ক্যালিস, জোনাথাট ট্রটরা দায়িত্ব পালন করলেও এতদিন পূর্ণকালীন কোচ নিয়োগ দেয়নি ইসিবি।

আরও পড়ুন...